ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে শিশু খাদ্য বিক্রি করা ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
সিলেটে শিশু খাদ্য বিক্রি করা ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট: সিলেটে শিশু খাদ্য বিক্রি করা চার প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স না মানার কারণে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন এলাকায়  অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
 
সিলেট সিটি করপোরেশেনের (সিসিক) জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, ট্রেড লাইসেন্স ও আইন না মেনে শিশু খাদ্য বিক্রি করায় নগরীর জিন্দাবাজার বিপনী বিতানের মিল্ক সেন্টারকে ১৫ হাজার, ব্লু ওয়াটারের নিউ সুহিনি কর্নারকে তিন হাজার, লতিফ সেন্টারের নিউ ফ্যাশনকে দু’হাজার ও আরোমেক্স ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান রাজস্ব কর্মকর্তা (সিআরও) মো. জসীম উদ্দিন।
 
এসময় সিসিকের লাইসেন্স অফিসার মো. জাহাঙ্গীর ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সিলেট মেট্রোপলিটন পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
 
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এনইউ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।