ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

মঞ্চে আসছে রবীন্দ্র কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুন ১৪, ২০১১

আগামী ১৬ জুন বৃহস্পতিবার  সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে নাট্যসংগঠন স্বপ্নদলের নতুন প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা-র  উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘চিত্রাঙ্গদা’-র নিয়মিত মঞ্চায়নের উদ্বোধন ঘোষণা করবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই), বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাট্যজন আতাউর রহমান।



সার্ধশত রবীন্দ্রবর্ষে স্বপ্নদলের শ্রদ্ধাঞ্জলি-স্মারক প্রযোজনা হিসেবে এবং রবীন্দ্রনাট্য নির্মাণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে স্বপ্নদল মঞ্চে আনছে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। রবীন্দ্রনাট্যদর্শনের ব্যবহারিক রূপ নির্মাণে গবেষণাগার নাট্যরীতিতে ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার নির্দেশনা দিয়েছেন জহিদ রিপন। গত ১১ জুন  প্রযোজনাটির কারিগরি মঞ্চায়ন সম্পন্ন হয়েছে।

রবীন্দ্রনাথ ১৮৯২-এ মাত্র একত্রিশ বছর বয়সে মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান অবলম্বনে কিছু রূপান্তরসহ রচনা করেন কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। কাব্যনাটক রচনার  প্রায় চুয়াল্লিশ বছর পরে ১৯৩৬-এ তাঁর পঁচাত্তর বছর বয়সে তিনি রচনা করেন নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। সুপরিচিত ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যটি দেশে-বিদেশে অসংখ্যবার মঞ্চায়িত হলেও জানা মতে রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষে স্বপ্নদলের প্রযোজনায়ই আধুনিক মঞ্চে  কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র  নিয়মিত মঞ্চায়ন সূচিত হতে যাচ্ছে।

‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার গ্রন্থিকেরা হলেনÑ সোনালী রহমান জুলি, ফারজানা রহমান মিতা, মোস্তাফিজুর রহমান, শাখাওয়াত শ্যামল, শিশির সিকদার, মনির হোসেন,  আসিফ ইসতিয়ার, সুকন্যা আমীর, আফরিন অনু, মেহেরুন্নেসা ঋতু, হাসান রেজাউল, এনামুল হক শাহীন, রবিন দত্ত, মো. শাহীন শাওন, মো. ফয়েজুল চৌধুরী রন্টি, মো. আহসানুল হক রায়হান প্রমুখ।

বাংলাদেশ সময় ১৯৫০, জুন ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।