ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বেঙ্গল ফাউন্ডেশনের নজরুল উৎসব

শেরিফ আল সায়ার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জুন ১৬, ২০১১

বাংলাদেশে একরকম রুচির খরা চলছে। বর্তমানে দেশের অধিকাংশ গণমাধ্যম সঙ্গীতকে কেবল বিনোদনের অংশ করে ফেলেছে।

এই অবস্থা চলতে থাকলে বেশি বেশি করে বিনোদন তারকা তৈরি হবে ঠিকই। কিন্তু দেশে প্রয়োজন গুণী শিল্পী।

বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে ‘আমার আকাশ মায়ের কোলে’ শীর্ষক তিনদিনব্যাপি উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে ডা. সারওয়ার আলী এ কথা বলেন।

ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এ উৎসব শুরু হয়। চলবে ১৮ জুন শনিবার পর্যন্ত।

উৎসবের প্রথম দিন শারমীন সাথী ইসলামের কন্ঠে রেকর্ডকৃত ‘সকালবেলার সুর’ অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন ডা. সারওয়ার আলী। অনুষ্ঠানে শিল্পী গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন।

উৎসবের দ্বিতীয় দিন ১৭ জুন শুক্রবার সকাল ৮টায় সঙ্গীত ও পাঠ। সঙ্গীত ও পাঠে অংশ নিবেন বরকত হোসেন, ফেরদৌস আরা, অসীত দে, অনুপ বড়ুয়া, ফকির সুমন, বিজন চন্দ্র মিস্ত্রি, শহীদ কবির পলাশ, চম্পা বণিক ও ফরহাদ জামান পলাশ। এই দিনে সন্ধ্যা সাড়ে ৬টায় সঙ্গীত ও পাঠে অংশ নিবেন সুবীর নন্দী, ফাতেমাতুজ্জোহরা, ইয়াসমীন মুশতারী, ইয়াকুব আলী খান, সুমন চৌধূরী, ডালিয়া নওশীন, অনিন্দিতা চৌধুরী, ছন্দা চক্রবর্তী ও আসাদুজ্জামান নূর।

উৎসবের তৃতীয় দিন ১৮ জুন শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সঙ্গীত ও পাঠে অংশ নিবেন খায়রুল আনাম শাকিল, শাহীন সামাদ, শারমীন সাথী ইসলাম, নাশিদ কামাল, সুজিত মুস্তাফা, প্রদীপ নন্দী, মফিজুর রহমান ও ভাস্বর বন্দোপাধ্যায়।

বাংলাদেশ সময় ২০৩১ ঘণ্টা, জুন ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।