ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

দ্বৈতকণ্ঠে সানী-নাওমি

জাবেদ ইকবাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১

চ্যানেল-আই ক্ষুদে গানরাজ প্রতিযোগীতার অন্যতম সেরা গায়িকা নাওমি। যদিও তাকে এখন আর ক্ষুদে বলা যায় না।

নওমি এবার একসঙ্গে গান গাইলেন বর্তমান সময়ের আলোচিত গায়ক-সংগীত পরিচালক মাহমুদ সানীর সঙ্গে। এর আগে বেশ কিছু অ্যালবাম ও চলচ্চিত্রের গানে মাহমুদ সানীর সুর ও সংগীতায়োজনে নাওমি গান গাইলেও এবার তারা প্রথমবারের মতো দ্বৈতকণ্ঠে গান গাইলেন।

‘মানে না মন মানে না, একাকী প্রহর যেন কাটে না’  শিরোনামের রোমান্টিকধর্মী এই গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে মাহমুদ সানীর  নিজস্ব ষ্টুডিওতে। মাহমুদ সানীর সুর ও সংগীতায়োজনে এই গানটি স্থান পাবে একটি মিক্সড অ্যালবামে। আসছে রোজার ঈদে লেজারভিশনের ব্যানারে অ্যালবামটি প্রকাশিত হবে।

অ্যালবামটিতে মাহমুদ সানীর সংগীতায়োজনে গান গাইছেন এক ঝাঁক সম্ভাবনাময়ী কণ্ঠশিল্পী। আলোচিত সুরকার মাহমুদ সানীর সংগীতায়োজনে এর আগে  চ্যানেল-আই ক্ষুদে গানরাজের আরেক প্রতিযোগী পড়শীর ‘লজ্জা’ গানটিও বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

নাওমির সঙ্গে প্রথমবারের মত দ্বৈত গান করা প্রসঙ্গে মাহমুদ সানী বলেন, নাওমির কণ্ঠ অনেক মিষ্টি। যে গানটি আমরা করেছি সেটি একটি রোমান্টিক মেলোডিয়াস গান। পাশাপাশি এতে ক্লাসিকের কিছু কাজও রয়েছে। নাওমি অসাধারণ গেয়েছে গানটি। গানটি প্রচার হওয়া শুরু করলে সব শ্রেণীর শ্রোতাদেরই ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

গানটি গাওয়া প্রসঙ্গে নাওমি বলেন, কথা-সুর-সংগীত সব দিক দিয়েই গানটি গতানুগতিক ধারার বাইরে ভিন্নধর্মী রোমান্টিক গান। সানী ভাইয়া অনেক সময় নিয়ে গানটিতে ভয়েস নিয়েছেন। আশা করছি গানটি অনেক ভালো লাগবে শ্রোতাদের।

বাংলাদেশ সময় ২২৪৫, জুলাই ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।