ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

নাবিলার নতুন ফ্লাগশিপ স্টোর

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
নাবিলার নতুন ফ্লাগশিপ স্টোর নাবিলার নতুন ফ্লাগশিপ স্টোর

সম্প্রতি রাজধানীর গুলশান অ্যাভিনিউতে যাত্রা শুরু করেছে ‘নাবিলা বুটিকস লিমিটেড’-এর নতুন ফ্ল্যাগশিপ স্টোর। 

এদিন আরও উদ্বোধন করা হয় বাংলাদেশি ঐতিহ্যের ধারক জামদানি, রাজশাহী সিল্ক ও মসলিন দিয়ে নাবিলা’র হেড ডিজাইনার শামীমা নবীর বিশেষ ডিজাইনার কালেকশন ‘শামীমা নবী হেরিটেজ কালেকশন’।  

ফ্ল্যাগশিপ স্টোর ও  হেরিটেজ কালেকশনের উদ্বোধন করেন বিশ্বের নাম্বার ওয়ান নাবিলার নতুন ফ্লাগশিপ স্টোর
অলরাউন্ডার সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।

এই আয়োজনে শিশিরকে আগামী এক বছরের জন্য নাবিলা’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নাবিলা’র সিইও ও হেড ডিজাইনার শামীমা নবী, ক্রিয়েটিভ ডিরেক্ট ও ডিজাইনার নাবিলা নবী, আমন্ত্রিত অতিথিরা।  

উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব বলেন, নাবিলা হেরিটেজ কালেকশন নামে দেশীয় ঐতিহ্যবাহী কাপড় দিয়ে আন্তর্জাতিক মানের পোশাক তৈরির যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমি নিজে হেরিটেজ কালেকশনের পোশাক পরেছি। নাবিলা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক ও নাম ছড়িয়ে দিক এই প্রত্যাশা করি।

শিশির বলেন, দেশি ফ্যাশন হাউসগুলোর মধ্যে বরাবরই নাবিলার পোশাকে আন্তর্জাতিক মানের ছাপ রয়েছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকতে পেরে ভালো লাগছে।  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।