ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু ঢািকা মেডিকেলে কলেজ হাসপাতাল: ফাইল ফটো

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আট যাত্রী আহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আহত সাজেদা বেগম (৪৫) মারা গেছেন।

বুধবার দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সাজেদা নামে এক নারী মারা গেছেন। বাকিরা চিকিৎসাধীন আছেন। এর মধ্যে রাব্বি (১০) নামে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।  

বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।