ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী মো. স্বাধীনকে (৩৩) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৩০ নভেম্বর) রাজধানীর কদমতলী থানাধীন মাতুয়াইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় স্ত্রী হত্যার ঘটনায় মামলার (নং-৯৬) একমাত্র আসামি স্বামী স্বাধীনকে (৩৩) আটক করা হয়েছে।

আটক স্বাধীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।