ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে গাঁজাসহ ২ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
মেহেরপুরে গাঁজাসহ ২ যুবক গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুরে গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৩০ নভেম্বর) বিকেলের দিকে জেলা শহরের কাথুলী মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন- জেলার মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের ক্লাবপাড়া এলাকার আকুব্বার হোসেন ওরফে আকু সর্দার ও আজিল আলীর ছেলে মোহাম্মদ তুষার (২৫)।

মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, ওই দুই যুবকের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।