ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বাজিতপুরে ধানক্ষেতে পড়েছিল অটোরিকশাচালকের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
বাজিতপুরে ধানক্ষেতে পড়েছিল
অটোরিকশাচালকের মরদেহ 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মনির (১৫) নামে এক কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার সরারচর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের পাশের একটি ধানক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।

 

নিহত মনির উপজেলার মজলিশপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।  

পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোরিকশা (বিভাটেক) নিয়ে বের হয় মনির। এরপর আর বাড়ি ফেরেনি সে। অনেক খোঁজাখুঁজি করেও রাতে তার সন্ধান পায়নি পরিবার। পরে বুধবার (৩০ নভেম্বর) সকালে সরারচরের একটি ধানক্ষেতে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে ও তার স্বজনদের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মনিরের গলায় রশি ও মাফলার পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে মনিরকে হত্যার পর অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।  

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।