ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

গাইবান্ধা : বিশ্বকাপ জ্বড়ে কাঁপছে সারাবিশ্ব। পাছিয়ে নেই বাংলাদেশে।

এরই ধারাবহিকতায় উত্তরের জেলা গাইবান্ধায় মোটরসাইকেল শোডাউন করেছে আর্জেন্টিনা সমর্থকরা।  

বুধবার  (৩০ শে নভেম্বর) বিকালে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় মাঠ থেকে এ শোডাউন বের করেন  সমর্থকরা ।

শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা পৌর পার্কে গিয়ে শেষ হয়।  

শোডাউনে কয়েক শতাধিক আর্জেন্টিনা সমর্থক হাতে দলের পতাকা, বাঁশি এবং মোটরসাইকেল যোগে  আনন্দ উল্লাস করে। শোডাউনে অংশ নেয়া আর্জেন্টিনার সমর্থকরা  শতভাগ আশাবাদী আজ রাতে তাদের প্রিয় দল আর্জেন্টিনা প্রতিপক্ষ পোল্যান্ডকে পরাজিত করে জয়লাভ করবে। তাদের প্রিয় তারকা খেলোয়াড় লিওলেন মেসির হাত ধরে এগিয়ে যাবে আর্জেন্টিনা দল।

শোডাউন শেষে সমর্থকরা একসঙ্গে প্রিয় দলের খেলা উপভোগ করতে সবাইকে রাতে গাইবান্ধা পৌর পার্কে বড় পর্দায় খেলা দেখার আমন্ত্রণ জানান আযোজকরা।

বাংলাদেশ সময় ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।