ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মতিঝিলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
মতিঝিলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঢাকা: রাজধানীর মতিঝিলে ট্রাকচাপায় প্রতাপ রেমা (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল ওয়াল্টন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রতাপ রেমার ছেলে নিউটন নকরেক জানান, তাদের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার তারানগরের কেন্দুয়া বাজারে। তারা বর্তমানে সূত্রাপুর কলতাবাজার এলাকায় ভাড়া  থাকেন। তার বাবা তেজগাঁওয়ে আদিবাসীদের একটি এনজিওতে চাকরি করতেন।

তিনি জানান, কাজ শেষে বাসায় ফেরার কথা ছিল বাবার। কিন্তু পুলিশের মাধ্যমে জানতে পারি বাবা মতিঝিলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পরে ঢামেক হাসপাতালে এসে বাবার মরদেহ দেখতে পাই।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াকুব আলী বাংলানিউজকে জানান, রাত সাড়ে ১১টার দিকে  মতিঝিল ওয়ালটন মোড়ে ট্রাকচাপায় ওই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই মোটরসাইকেলকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যাচ্ছিলো। পরে তেজগাঁও থানা পুলিশ ট্রাকটি জব্দ করে। তবে ট্রাকচালক পালিয়েছেন।  

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২২
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।