ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে সাড়ে ২২ কেজি গাঁজাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
সিদ্ধিরগঞ্জে সাড়ে ২২ কেজি গাঁজাসহ আটক ৩

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ২২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

আটকরা হলেন- আলা উদ্দিন (৪১), কামরুজ্জামান (২৬) ও খালেক (৪৫)।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় গাঁজা পরিরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, আটকরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে কাভার্ডভ্যানে করে গাঁজা বহন করে আসছিল। আর সেসব নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করতো তারা।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২২
পিএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।