ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নিজ ঘরে আগুনে পুড়ে কনস্টেবলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
নিজ ঘরে আগুনে পুড়ে কনস্টেবলের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরতলীর দুই নম্বর পুল এলাকায় শয়নকক্ষে আগুনে পুড়ে রুবেল আহমেদ নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল আহমেদ সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। তিনি হবিগঞ্জ ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা বাংলানিউজকে জানান, রুবেল দুই নম্বর পুল এলাকার সিরাজ মিয়ার বাসার একটি কক্ষে ভাড়া থাকতেন। মঙ্গলবার ভোর ৬টায় কক্ষটিতে আগুন লাগলে তার শরীরের শতভাগ পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পাশের কক্ষে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা গিয়ে তার মরদেহটি দেখতে পান। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মী অতীন্দ্র কুমার জানান, বৈদ্যুতিক শট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এতে রুবেল আহমেদের পুরো শরীর পুড়ে তিনি মারা গেয়েছে। ঘরটি আধাপাকা টিনসেড ছিল। সেটিও পুরোপুরিভাবে পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।