ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালী থেকে ছাড়েনি ঢাকার লঞ্চ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
পটুয়াখালী থেকে ছাড়েনি ঢাকার লঞ্চ

পটুয়াখালী: যাত্রী সংকটের অজুহাত দেখিয়ে পটুয়াখালী থেকে ঢাকাগামী লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শুক্রবার (৯ ডিসেম্বর) পটুয়াখালী লঞ্চঘাট থেকে ঢাকা অভিমুখে দুটি ডাবল ডেকার লঞ্চ ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা বন্ধ রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালী নদীবন্দরে গিয়ে দেখা যায় এমভি সুন্দরবন-১৪ এবং এমভি প্রিন্স আওলাদ-৭ লঞ্চ ঘাটে অবস্থান করছে।

এমভি সুন্দরবন-১৪ এর সুপারভাইজার মো. ইউনুচ হোসেন বলেন,  পটুয়াখালী থেকে ঢাকা যেতে আমাদের অন্তত দুই লাখ টাকা খরচ হয়। আজ কেবিন এবং ডেকে কোনো যাত্রী না থাকায় আমরা লঞ্চ ছাড়িনি।

এদিকে হঠাৎ করেই লঞ্চ চলাচল বন্ধ রাখায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। ঢাকাগামী যাত্রী মোকলেসুর বলেন, কয়েকদিন আগে ঢাকা থেকে ছুটিতে পটুয়াখালী এসেছি। আজ লঞ্চে ঢাকা ফিরে শনিবার কাজে যোগ দিতে চেয়েছিলাম, বাড়ি থেকে রওয়ানা হয়ে ঘাটে এসে শুনি লঞ্চ ছাড়বে না। এখন কী আর করব, ফের টাকা খরচ করে বাড়ি যেতে হবে।

রুটিন অনুয়ায়ী প্রতিদিন বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে  পটুয়াখালী থেকে ঢাকা রুটে দুই থেকে তিনটি লঞ্চ ছেড়ে যায়। তবে, শুক্রবার কোনো লঞ্চ ছাড়েনি।

এবিষয়ে পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা জানান, আমাদের কাছে লঞ্চ বন্ধের কোনো চিঠি নেই। কিন্তু মালিকরা লঞ্চ বন্ধ রেখেছে। কী কারণে লঞ্চ ছাড়েনি আমরা জানি না, তারাও কিছু জানায়নি।

বাংরাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।