ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক লীগের সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
হবিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক লীগের সদস্য নিহত ফাইল ফটো

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল আজিজ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ পশ্চিম ভাদৈ এলাকার তাজুল ইসলামের ছেলে ও হবিগঞ্জ পৌর শ্রমিক লীগের সদস্য।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টায় আব্দুল আজিজ পশ্চিম ভাদৈ এলাকায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। পরে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর স্থানীয় লোকজন মোটরসাইকেলটি আটক করে রাখলেও চালক পালিয়ে যান। পরে প্রায় আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।