ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল চাঁদপুর জেলা পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল চাঁদপুর জেলা পুলিশ

চাঁদপুর: মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে চাঁদপুর জেলা পুলিশ।  

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট পুলিশ লাইন্স ড্রিলশেডে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মমিন উল্লাহ পাটওয়ারী বীর প্রতীক।  

তিনি বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের দুঃসাহসিক ঘটনার স্মৃতি চারণ করেন। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

চাঁদপুর পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডিআইজি মোহাম্মদ শফিকুর রহমান ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন।  

আলোচনা সভা শেষে ৪৩ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।