ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
ফেনীতে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

ফেনী: ফেনীতে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, সদর উপজেলার উত্তর চাড়িপুর এলাকায় মোহনা ফুডস ও মিষ্টি ছায়া বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় জরিমানা করা হয়েছে। এসময় মোহনা ফুডসকে ৩৫ হাজার টাকা, মিষ্টি ছায়া বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া উপজেলার উত্তর শিবপুর এলাকার মাদানী নগর ফাতেমা ট্রেডিং ও বারাহীপুর এলাকায় ইস্টার্ন ট্রেডিং কর্পোরেশন নামে দুই প্রতিষ্ঠানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ, সংরক্ষণ ও বিক্রি করায় জরিমানা আদায় করা হয়েছে। এসময় ফাতেমা ট্রেডিংকে ১৫ হাজার টাকা ও ইস্টার্ন ট্রেডিং কর্পোরেশনকে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জনসেবায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জেলা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এসএইচডি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।