ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় নির্বাচনকে সামনে রেখে উপজেলার বুড়াইচ ইউনিয়নের দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় অন্তত ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

আগামী ২৯ ডিসেম্বর ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।  

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের পিকোরপাড়া নামক এলাকায় এ হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে বুড়াইচ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহসান উদৌলার (রানা) সমর্থক ও মো. আব্দুল ওহাব মিয়ার (পান্নু) সমর্থকদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। কথা-কাটাকাটির জের ধরে এ হাতাহাতি হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে ওই রাতেই পুলিশ একজনকে গ্রেফতার করে বুধবার (২১ ডিসেম্বর) সকালে ফরিদপুর আদালতে পাঠিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।