ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঢাকা: ক্লুলেস (সূত্রহীন) একটি হত্যা মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (২১ ডিসেম্বর) সাভারের হেমায়েতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামির নাম জাহাঙ্গীর।  

নওগাঁর মান্দায় পরকীয়া প্রেমিকার স্বামী মনসুরকে নৃশংসভাবে পিটিয়ে ও ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অভিযোগ আসামি জাহাঙ্গীরের বিরুদ্ধে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ক্লুলেস একটি হত্যা মামলার আত্মগোপনকারী মূল আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে।  

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।