ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মামার বিয়েতে এসে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
মামার বিয়েতে এসে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর 

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মামার বিয়ের দাওয়াত খেতে এসে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় রাদিয়া (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার উদাখালী ইউনিয়নের বোচার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

রাদিয়া জামালপুর জেলার সানন্দাবাড়ি এলাকার আবু সাঈদের মেয়ে।  

স্থানীয়রা জানান, মামার বিয়ে ‍উপলক্ষে রাদিয়া তার বাবা-মার সঙ্গে বৃহস্পতিবার সকালে বোচার বাজার এলাকায় নানার বাড়িতে আসে। এসময় সে বাড়ির সামনের সড়ক পার হতে গেলে পেছন থেকে বেপরোয়া গতির একটি অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

এর প্রতিবাদে দীর্ঘ সময় সড়কটি অবরোধ করে রাখেন এলাকাবাসী। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ এসে তাদের বুঝিয়ে অবরোধ তুলে দেন।

উদাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।