ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অপহরণের ৮ দিন পর স্কুলছাত্রী সাভার থেকে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
অপহরণের ৮ দিন পর স্কুলছাত্রী সাভার থেকে উদ্ধার অপহরণের দায়ে অভিযুক্ত সাব্বির

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে অপহরণের আটদিন পর সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।

এ ঘটনায় অভিযুক্ত মো. সাব্বিরকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাব্বির ফতুল্লা মডেল থানার পশ্চিম মাসদাইরের কালা হাজীর বাড়ীর ভাড়াটিয়া ফুল মিয়ার ছেলে।

এর আগে অপহৃত স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, অপহৃত স্কুলছাত্রী মাসদাইর প্রাইমারী স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। সাব্বির প্রায়ই স্কুলে যাতায়াতের সময় তাকে কু-প্রস্তাবসহ প্রেম নিবেদন করতেন। ১৪ ডিসেম্বর সন্ধ্যা ছয়টার দিকে স্কুলছাত্রী প্রাইমারী স্কুল সংলগ্ন দোকানে যান। সেখান থেকে সাব্বির তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে বুধবার দিবাগত রাত দুইটার দিকে সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারসহ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।