ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে দুর্নীতি প্রতিরোধের সংকল্প নিয়ে তথ্যমেলা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
শ্রীমঙ্গলে দুর্নীতি প্রতিরোধের সংকল্প নিয়ে তথ্যমেলা

মৌলভীবাজার: ‘তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো’- স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুর্নীতি প্রতিরোধের সংকল্প নিয়ে তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে শহরের শ্রীমঙ্গল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল প্রাঙ্গণে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয় হবিগঞ্জ ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।

 
 
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন শ্রীমঙ্গল পৌরসভা মেয়র মো. মহসিন মিয়া মধু।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও সনাক সদস্য শাহ আরিফ আলী নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ভাইস চেয়ারম্যান মো. লিটন চৌধুরী, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সরদার, দুদক হবিগঞ্জ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইকরাম হোসেন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী, সনাক শ্রীমঙ্গলের সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য প্রমুখ।  
 
বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সনাকের সহ-সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমদ, তথ্যমেলা উদযাপন কমিটির আহ্বায়ক জিডিসন প্রধান সুচিয়াং ও উপজেলা দুপ্রকের সহ-সভাপতি এএনএম ওয়াহিদুজ্জামান প্রমুখ।
 
তথ্যমেলায় সরকারি ও আধা-সরকারি ২৮টি প্রতিষ্ঠান তাদের স্টল অংশগ্রহণ করে। মেলা উপলক্ষে অনুষ্ঠানস্থল থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে ফের মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় মেলার স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। তথ্যমেলায় শোভাযাত্রা, আলোচনা সভা ছাড়া কার্টুন প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, বেস্ট স্টল নির্বাচন, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।