ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বাসের ধাক্কায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
বাগেরহাটে বাসের ধাক্কায় নারী নিহত

বাগেরহাট: বাগেরহাটে বাসের ধাক্কায় মনোয়ারা বেগম (৬০) নামে মোটরসাইকেল এক নারী আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্বামী ও সন্তান।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার পিরোজপুর-বাগেরহাট মহাসড়কের বরকতিয়া পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত মনোয়ারা বেগম বাগেরহাট সদর উপজেলার ফতেপুর গ্রামের খোকন মল্লিকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী জাফর গাজী বলেন, খোকন মল্লিক তার স্ত্রী ও ছেলে রুবেল মল্লিককে নিয়ে শহর থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথে বরকতিয়া পেট্রোল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা একটি বাস খোকন মল্লিকের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা তিনজনই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা বেগম মারা যান।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।