ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পণ্যের মান পরীক্ষায় বিএসটিআইতে আধুনিক মেট্রোল্যাব, ৬ জুন উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, জুন ৬, ২০১০

ঢাকা : ভারত, পাকিস্তান, শ্রীলংকা ী চীনের মত বাংলাদেশেও নরওয়ের সহযোগিতায় স্থাপিত হয়েছে আর্ন্তজাতিক মানের মেট্রোল্যাব। তেজগাঁওস্থ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) ভবনের ৪র্থ তলায় স্থাপিত ল্যাবটি চালু হলে উন্নত প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ের মধ্যে পণ্যের গুণগত মান নির্ণয় করা সম্ভব হবে।



বিএসটিআই পরিচালক (সিএম) লুৎফর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি-কে জানান, নরওয়ের আর্থিক সহযোগিতায় জাতিসংঘের শিল্প উন্নয়ন বিষয়ক সংস্থার (ইউনিডো) কারিগরি সহায়তায় এই মেট্রোল্যাব স্থাপিত হয়েছে। আগামী ৬ জুন ল্যাবের উদ্বোধন করবেন ইউনিডোর মহাপরিচালক কান্দে ইউকেল্লাহ।

ল্যাবটি স্থাপনের পাশাপাশি ডাক্তার, মোবাইল কোর্ট পরিচালনাকারী প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তা, শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, বিভিন্ন পর্যায়ে ল্যাবে কর্মরত টেকনিশিয়ানসহ বিভিন্নপর্যায়ে কর্মরত ব্যক্তিদের স্বল্প মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে। পণ্যের গুণগত মান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও ভেজাল পণ্য সহজে চিহ্নিত করার উপায়, খারাপ পণ্যের ক্ষতিকর দিক ইত্যাদি এ প্রশিক্ষণের অন্তর্ভর্ুুক্ত হবে।

বর্তমানে প্রশাসনের ৩০ কর্মকর্তা ভেজালবিরোধী অভিযান এবং ৩০ জন চিকিৎসক ভেজাল পণ্য চিহ্নিতকরণ ও ভেজাল খাবার গ্রহণের খারাপ দিক সম্পর্কে প্রশিক্ষণ নিচ্ছেন। ইউনিডোর কারিগরি সহতায়তায় আর্ন্তজাতিক গবেষক মোস্তফা আনোয়ারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল ল্যাবটিতে কাজ করছে।

বিএসটিআই মহাপরিচালক (ডিজি) একে ফজলুল আহাদ জানান, সরকারের ভিশন ২০২১ কে সামনে রেখে পণ্যের মান পরীক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ল্যাব পরিচালনার জন্য এরই মধ্যে ১১৭ জন লোক নিয়োগের কাজ চলছে। এরই মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ল্যাব সহকারী নিয়োগ দেওয়া হয়েছে।
পণ্যের ভেজালরোধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাওয়া হলে ডিজি বলেন, যে সকল পণ্য বিএসটিআই থেকে সনদ নিয়েছে সেসব পণ্য প্রতি মাসে বাজার থেকে কিনে আবার পরীক্ষা করা হয়। যাদের পণ্যের গুণগত মান সঠিক থাকে না তাদের প্রথমে সতর্ক করা হয়। এরপরও একই ঘটনা ঘটলে সনদ বাতিল করা হয়।

তিনি জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতিদিন মাঠ পর্যায়ে পণ্যের গুণগত মান নির্ণয়ের কাজ করা হয়।

ল্যাবটির কার্যক্রম শুরু হলে ভেজাল নিয়ন্ত্রণ ও পণ্যের গুণগত মান পরীক্ষা , সঠিক ওজন সহ বিভিন্ন বিষয় নিশ্চিত করা হবে। এর ফলে দেশীয় পণ্য আর্ন্তজাতিক মানের হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০০ ঘণ্টা, জুন ০৩, ২০১০
জেআই/এএইচএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।