ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ৩ দিনের উদ্যোক্তা মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
ফরিদপুরে ৩ দিনের উদ্যোক্তা মেলা

ফরিদপুর: ফরিদপুরে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।  

জেলা শহরের অম্বিকা ময়দানে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

 

মেলায় মোট ৩৫টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে পোশাক কারখানার সামগ্রী, খাবার দোকান, কাপড়ের দোকান, প্রিন্টের দোকানসহ বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী।

এ ব্যাপারে আয়োজকরা জানান, এখান থেকে ভালো উদ্যোক্তা বেরিয়ে আসবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।  

এ মেলার আয়োজনে রয়েছেন উদ্যোক্তা মেলার পরিচালক বায়তুল মাহফুজ, রুকাইয়া তাসনিম, জান্নাতুল ফেরদৌস জামিম, আশরাফুন নাহার শিবলি, ঈশান মাহমুদ প্রমুখ।  

আগামী ৩১ ডিসেম্বর এই মেলার সমাপ্তি হবে বলে জানান আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।