ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোয়া দুই ঘণ্টা পর শুরু হলো মেট্রোরেল চলাচল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
সোয়া দুই ঘণ্টা পর শুরু হলো মেট্রোরেল চলাচল

ঢাকা: ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো বহু ফানুস বৈদ্যুতিক তারে পড়ায় বন্ধ রাখা হয়েছিল মেট্রোরেল চলাচল। সকাল ৮টা থেকে এ ট্রেন চলাচলের কথা থাকলেও শুরু হয়েছে সোয়া দুই ঘণ্টা পর।

রোববার (১ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় মেট্রোরেল চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৩১ ডিসেম্বর) রাত ১২টার আগে থেকেই রাজধানীর মিরপুরের প্রায় প্রতিটি এলাকায় আতশবাজি ও পটকা ফোটানোর পাশাপাশি ফানুস ওড়ানো হয়। ধীরে ধীরে বহু ফানুস নেমে পড়েছে মেট্রোরেলের বৈদ্যুতিক তারে। এতে সকালের মেট্রো যাত্রা থেমে যায়।

মেট্রোর চলাচল পুনরায় চালু হওয়া প্রসঙ্গে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সহকারী জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া বলেন, ফানুস পড়া চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ফলে বৈদ্যুতিক লাইন পরিষ্কারের জন্যে চলাচল বন্ধ রাখা হয়েছিল। সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। সোয়া ১০টা থেকে মেট্রোর চলাচল শুরু হয়।

তিনি আরও বলেন, যাত্রীর চাপ থাকলে ট্রিপ সংখ্যা বাড়ানো হবে। হয়তো চলাচলের সময়ও বাড়ানো হবে।

এর আগে দুর্ঘটনা রোধে মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয় বলে জানান ডিএমটিসিএলের এক কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
এনবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।