ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
মাদারীপুরে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা

মাদারীপুর: মাদারীপুরে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন বই পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা।

 

রোববার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পৌর অফিস সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।  

জানা গেছে, মাদারীপুরের ৫টি উপজেলায় ৯৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ৫০ হাজার ১১৯ জন শিক্ষার্থী রয়েছে। প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীর জন্য শতভাগ ২৭ হাজার ৪০৪টি বই বিতরণ করা হয়েছে। আর প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ৭ লাখ ১৬ হাজার ৮৪৭টি বই চাহিদার বিপরীতে পাওয়া গেছে ৩ লাখ ৭৩ হাজার ১৫০টি বই। যা চাহিদার তুলনায় ৪৮ ভাগ কম।  

এদিকে জেলা শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, কাগজ সংকটে বই ছাপাতে দেরি হলেও আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে।

শিক্ষার্থীরা জানান, বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে তারা আনন্দিত-উচ্ছাসিত। নতুন বইয়ের ঘ্রাণ এক অন্যরকমের আনন্দ দেয়।

মাদারীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, এক সপ্তাহের মধ্যে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। মূলত কাগজ সংকটে ছাপাতে দেরি হয়েছিল। সব ধরনের বই এরই মধ্যে ছাপানোর কাজ শেষ হয়েছে। শিগগিরই বই জেলা ও উপজেলায় চলে আসবে।

মাদারীপুরের জেলা প্রশাসক বলেন, বছরের প্রথম দিন নতুন বই পাওয়া মানে শিক্ষার্থীদের পড়ালেখার মান বেড়ে যাওয়া। সরকারের বছরের প্রথম দিনে এ বই বিতরণ বড় চ্যালেন্স। যা কয়েক বছর ধরে হয়ে আসছে।

মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্বা খলিলুর রহমান খানসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এসএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।