ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে সরকারি চাকরিজীবীদের ক্রীড়া প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
বান্দরবানে সরকারি চাকরিজীবীদের ক্রীড়া প্রতিযোগিতা

বান্দরবান: বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) বান্দরবান জেলা স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

এদিন সকালে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, স্থানীয় সরকারের উপ-পরিচালক লুৎফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরোজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানরা।

সেখানে বিভিন্ন বয়সের ও গ্রুপ ভিত্তিক খেলায়াড়দের হা-ডু-ডু, মোরগ লড়াই, সাতচাড়া, দড়ি লাফ, কানামাছি ভোঁ-ভোঁ ও বিস্কুট দৌঁড়সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্টিত হয়। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।