ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দুই দিনের সফরে টুঙ্গিপাড়ার পথে শেখ হাসিনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
দুই দিনের সফরে টুঙ্গিপাড়ার পথে শেখ হাসিনা শেখ হাসিনা। ফাইল ছবি

ঢাকা: দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।  

শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে সড়ক পথে গণভবন থেকে টুঙ্গিপাড়ার পথে রওনা হন তিনি।

দশমবার আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম সফর।

আরও পড়ুন: দুই দিনের সফরে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী 

সফরের প্রথম দিন দুপুর ১২টায় টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু মাজার প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন শেখ হাসিনা। সেখানে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন।

দুপুর ২টায় প্রধানমন্ত্রী সড়কপথে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থেকে খুলনা যাবেন। খুলনায় নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় ফিরে আসবেন তিনি।

আরও পড়ুন: টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ২৮ প্রকল্প

শুক্রবার টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন শেখ হাসিনা।

সফরের দ্বিতীয় দিনে শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় বঙ্গবন্ধুর মাজার প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলের শীর্ষ নেতাদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন দলটির সভাপতি শেখ হাসিনা। সেখানে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করবেন।

এদিন দুপুর সাড়ে ১২টায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

দুপুর ১টায় টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় যোগদান করবেন।

এরপর সেখানে দুপুর ২টায় বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় অংশ নেবেন শেখ হাসিনা।

সন্ধ্যায় সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় গণভবনে ফিরে আসবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এমইউএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।