ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিএসএফের হাতে আটক বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
বিএসএফের হাতে আটক বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি ঠাকুরগাঁও সীমান্ত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া আলীমুর রহমান (৪৫) নামে এক যুবককে ফেরত এনেছে  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫০ ব্যাটালিয়ন।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ১৫২ ব্যাটালিয়ন বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ওই যুবককে ফেরত আনা হয়।

বাংলাদেশ ৫০ ব্যাটালিয়ন ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৪ জানুয়ারি মঙ্গলবার রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বিজিবির বেউরঝাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৮০/৪ এস থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে ‘বড়বিল্লা’ নামক সীমানা থেকে ১৫২ ব্যাটালিয়ন বিএসএফ ওই বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে যায়।  

পরে আজ সন্ধ্যা ৬টায় বিজিবির নিরলস প্রচেষ্টা ও তৎপরতায় ৫০ বিজিবি ও ১৫২ ব্যাটালিয়ন বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আলীমুর রহমানকে দেশে ফেরত আনা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।