ঢাকা, মঙ্গলবার, ২ আশ্বিন ১৪৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৬ ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, দুপুরে চট্টগামী লেনে চলন্ত অবস্থায় একটি ট্রাকের চাকা খুলে যায়। এতে ট্রাকটি সামনে থাকা লেগুনার পেছনের অংশের সঙ্গে ধাক্কা লেগে লেগুনার যাত্রীসহ ছয়জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যায়।  

প্রো-অ্যাকটিভ হাসপাতালের ম্যানেজার মো. রাশেদ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ছয়জনকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। বাকি তিনজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।