ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে চামচের আঘাতে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
আড়াইহাজারে চামচের আঘাতে নিহত ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পক্ষের ঝগড়ার সময় চামচের আঘাতে মো. হাবীব নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আসামি করে আড়াইহাজার থাকায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন- হান্নান মিয়া কাজী (৫৫), তার স্ত্রী জোসনা বেগম (৫০), মো. সোহাগ (৩০), মো. সুমন (২০)।

মামলায় বাদী জানান, পূর্ব শত্রুতার জেরে শনিবার দুপুর ১২টার দিকে আমাদের বাড়ির সামনে আমার স্বামী মো. হাবিবের সঙ্গে হান্নান মিয়ার ঝগড়া শুরু হয়। ঝগড়া বিবাদের এক পর্যায়ে হান্নান মিয়া কাজীর স্ত্রী জোসনা বেগম তাহার হাতে থাকা একটি বড় লোহার চামচ দিয়ে আমার স্বামীকে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
এমআরপি/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।