ঢাকা, মঙ্গলবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনায় মারা গেলেন স্বামী, হাসপাতালে কাতরাচ্ছেন স্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
দুর্ঘটনায় মারা গেলেন স্বামী, হাসপাতালে কাতরাচ্ছেন স্ত্রী প্রকীতী ছবি।

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের আটিপাড়ায় সড়ক দুর্ঘটনায় মামুন কবিরাজ (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

একই দুর্ঘটনায় নিহত মামুনের স্ত্রী গুরুতর আহত হয়েছে।

তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মামুন গৌরনদী পৌর এলাকার গেরাকুল গ্রামের কাদের কবিরাজের ছেলে।  

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট সুমন।

তিনি জানান, রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল থেকে গৌরনদী ফেরার পথে এ দুর্ঘটনায় গুরুতর আহত মামুনকে স্থানীয়রা উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায় মামুন কবিরাজ। তার স্ত্রী ওই হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।