ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খেলতে খেলতে পুকুরে ডুবে গেল দুই বোন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
খেলতে খেলতে পুকুরে ডুবে গেল দুই বোন

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় নিজ বাড়িতে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল মরিয়ম (৭) ও রাফিয়া (৪) নামে দুই শিশুর।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

শিশু মরিয়ম উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামের মাসুদ মৃধার মেয়ে এবং রাফিয়া নিজাম মৃধার মেয়ে। উভয়ে সম্পর্কে আপন চাচাতো বোন।

এদিন (১২ জনুয়ারি) দুপুরে মায়েদের অগোচরে পুকুর পাড়ে খেলতে যায় দুই শিশু মরিয়ম ও রাফিয়া। বিকেলে অনেক খোঁজাখুঁজি করে অবশেষে তাদের পুকুরে ভাসতে দেখে প্রতিবেশীরা।

পরে তাদের উদ্ধার করে স্থানীয় চিকনিকান্দি স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় বইছে শোকের মাতম।

চিকনিকান্দি স্বাস্থ্য সেবা কেন্দ্রের চিকিৎসক ডা. সোহান বলেন, আজ (১২ জনুয়ারি) দুপুরে পুকুরের পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।