ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ৩ ইটভাটায় ১৫ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
ধামরাইয়ে ৩ ইটভাটায় ১৫ লাখ টাকা জরিমানা

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তিনটি ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ধামরাই উপজেলা প্রশাসন। এ সময় মাটি খনন যন্ত্র (ভেকু) দিয়ে এসকল ইটভাটার কাঁচা ইট ভেঙে দিয়েছেন তারা।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে ধামরাইয়ের তিনটি ইউনিয়নে অবৈধ ইট ভাটায় অভিযান চালানো হয়।

ধামরাই উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, আজ ধামরাই বালিয়া ইউনিয়নের বালিয়া এলাকার মক্কা ব্রিকস, আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকার সুরমা ব্রিকস ও কুশুরা ইউনিয়নের বুচার বাড়ি এলাকার মেসার্স পিউর ব্রিকসকে ৫ লাখ করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া এ সকল ইটভাটার কাঁচা ইট ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়।

ধামরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুয়ায়ী ধামরাইয়ের তিনটি ইউনিয়নের ইটভাটায় অভিযান চালানো হয়েছে। অভিযানে ৩টি ইটভাটা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় প্রতিটি ইটভাটার মালিককে ৫ লাখ করে মোট ১৫ লাখ টাকা জরিমানাসহ কাঁচা ইট ভেঙে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এসএফ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।