ঢাকা, মঙ্গলবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ মে ২০২৪, ১৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

রামগতিতে ৪০ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
রামগতিতে ৪০ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে প্রায় ৪০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে কোস্টগার্ড সদস্যরা জালগুলো জব্দ করে।

 

উপজেলা মৎস্য অফিস জানায়, রামগতির কোস্টগার্ড সদস্যরা মেঘনা নদীর গুরিন্দা ঘাট, কালির খাল ও সেন্টার খালে মাছ ধরা ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ লাখ মিটার সুতা মিশ্রিত কারেন্ট জাল ও কারেন্ট জাল জব্দ করে। পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিনের নির্দেশে স্থানীয় মুন্সির হাট নদীর ঘাটে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।  

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।