ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনায় ৬ মৃত্যু: দায়ী বেপরোয়া গতি, ক্লান্ত চালক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
দুর্ঘটনায় ৬ মৃত্যু: দায়ী বেপরোয়া গতি, ক্লান্ত চালক 

মাদারীপুর: পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে সেতুর কাছাকাছি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানি ঘটেছে।  

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর রাতের দিকে পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজা সংলগ্ন নাওডোবা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

গ্যাসের সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ ৬ জনের মৃত্যু হয়। দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। চালকের ঘুম ঘুম ভাব এবং গতির সামঞ্জস্য না থাকা এই দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করেন শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো.মোফাজ্জেল হক।

তিনি বলেন, সেতুর টোলপ্লাজার কিছুটা আগে এই দুর্ঘটনা ঘটে। গ্যাসের সিলিন্ডার বোঝাই ঢাকাগামী ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সটি আঘাত করে দুমড়ে-মুচড়ে যায়। অ্যাম্বুলেন্সের অবস্থা দেখে অনুমান করা যায় বেপরোয়া গতিতে ট্রাকের পেছনে আঘাত করে গাড়িটি। এ সময় চালকের মধ্যে ঘুম ঘুম ভাবও থাকতে পারে।  

তিনি আরও বলেন, দুই গাড়ির মধ্যে গতিতে সামঞ্জস্য না থাকা এবং বেপরোয়া চালানোর কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে আমরা অনুমান করছি।  

স্থানীয় হানিফ মুন্সী নামের এক ব্যক্তি বলেন, খবর পেয়ে ভোরে সড়কে ছুটে যাই। দেখি অ্যাম্বুলেন্সটি একেবারে ভেঙে গেছে। বোঝাই যায় তীব্র গতিতে এসে ট্রাকের পেছনে ধাক্কা লাগে।  

পদ্মা সেতুর দক্ষিণ থানা সংলগ্ন টোলপ্লাজার কিছুটা আগে এক্সপ্রেসওয়ের ওপর বরিশাল থেকে আসা অ্যাম্বুলেন্স ঢাকাগামী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সে থাকা ৬ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন জাহানারা বেগম (৫৫), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), গাড়ি চালক জ্বিলানি (২৮), গাড়ির হেলপার রবিউল ইসলাম (২৬) ও মাসুদ রানা (৩০)। গাড়িটি রোগী ও তার স্বজনদের নিয়ে চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিল।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।