ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আখাউড়া বন্দর দিয়ে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
আখাউড়া বন্দর দিয়ে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় মো. স্বপন মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে একটি হত্যা মামলার ঘটনায় ব্ল্যাকলিস্টেড থাকায় স্বপনকে গ্রেফতার করা হয়।

আটক স্বপন কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। এছাড়া তার বয়স ৩০ বছর হলেও পাসপোর্টে উল্লেখ আছে ৫০ বছর।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা দেওয়ান মোর্শেদুল ইসলাম জানান, স্বপন একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় বন্দরে ব্ল্যাকলিস্টেড ছিলেন। ভারতে যাওয়ার সময় তার পাসপোর্ট চেক করা হয়। তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।