ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১৯তম নিলামে এক লাখ পাঁচ হাজার কেজি চা বিক্রি

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
১৯তম নিলামে এক লাখ পাঁচ হাজার কেজি চা বিক্রি

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলমান অর্থ বছরের ১৯তম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। এ নিলামে এক লাখ পাঁচ হাজার কেজি চা উঠে ছিল।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল জেল পরিষদ অডিটরিয়ামে এ নিলাম শুরু হয়। নিলামে দেশের ২০টিরও অধিক চা বাগান থেকে ব্লাক টি, গ্রিনটি উঠানো হয়েছে।

শ্রীমঙ্গল টি বোর্কাস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মনির জানান, চলমান মৌসুমের শুরুর দিকে চায়ের দাম কম উঠছিল। তবে ক্রমশ তা বাড়তে থাকে। ১৯তম নিলামেও গুণগত মানের চা রয়েছে, তারা আশা করছেন আগের নিলামের চেয়ে এ নিলামে দাম বেশি উঠবে। এক লাখ পাঁচ হাজার কেজি চা গড়ে ২০০ টাকা কেজি হলে দুই কোটি টাকা লেনদেন হওয়ার কথা বলেও জানান তিনি।

এ সময় টি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সদস্য হেলাল আহমদ চৌধুরী জানান, বর্তমানে প্রতি মাসের বুধবার অকশন হচ্ছে যা প্রতি সপ্তাহে অকশন করা প্রয়োজন। আর প্রতি সপ্তাহে অন্তত একটি করে অকশন হলে দেশের উৎপাদিত চায়ের ৫০ শতাংশই বিক্রি হবে।

বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
বিবিবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।