ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ মো. জামাল (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোর ৩টার দিকে এ অভিযান চালায় র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

আটক মো. জামাল বকচর এলাকার মো. নইমুদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আলতুলী ইউনিয়নের বকচর এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৪৫ গ্রাম হেরোইনসহ জামাল নামের একজনকে আটক করা হয়। এ ব্যাপারে সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।