ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর: গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।

নিহত কয়েদি হলেন- শেরপুরের শ্রীবরদী থানার উত্তর সাতকাকরা এলাকার আকিম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৬২)। তার কয়েদি নং- ৫৬৭২/এ।

কারাগার সূত্রে জানা গেছে, ২০০৯ সালে শেরপুরের শ্রীবরদী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন হাবিবুর রহমান। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর কয়েদি ছিলেন। দুপুরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৫টার দিকে তার মৃত্যু হয়।  

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করে বলেন, সব ধরণের আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
আরএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।