খুলনায় খুঁজে পাওয়া নাম পরিচয়হীন সেই মেয়েটির পরিচয় জানা গেছে। পরে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
মেয়েটির নাম ঈশিতা, বাড়ি গাজীপুরে। তিনি মানসিক ভারসাম্যহীন, কথাও বলতে পারেন না।
‘উই আর বাংলাদেশ’, ‘খুলনা ব্ল্যাড ব্যাংক’ এবং ডুমুরিয়া ফাউন্ডেশনের সহায়তায় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিনগত রাত তিনটায় ঈশিতাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
তাকে খুলনায় খুঁজে পাওয়ার পর মুহূর্তেই তার পরিচয় জানতে চাওয়া পোস্টে ফেসবুক সয়লাব হয়ে যায়। এগিয়ে আসে স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন।
এ বিষয়ে উই আর বাংলাদেশের ফেসবুক পেজে জানানো হয়, মেয়েটি গাজীপুর থেকে খুলনায় এসেছে। এরপর মানসিক ভারসাম্য হারিয়ে পরিবার হারা, রাস্তায় খায় রাস্তায় ঘুমায়। সম্ভ্রান্ত পরিবারের সেই মেয়েটিকে বাবা-মায়ের হাতে তুলে দিতে সক্ষম হয়েছি।
উই আর বাংলাদেশের প্রতিষ্ঠাতা এসএম আকবর জানিয়েছেন, ঈশিতাকে খুলনা মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থার একটু উন্নতি হলে তাকে নিয়ে গাজীপুরে ফিরবে পরিবার।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
জেডএ