ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইজতেমার মুসল্লিদের সুবিধার্থে প্রধানমন্ত্রীর কর্মসূচি স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
ইজতেমার মুসল্লিদের সুবিধার্থে প্রধানমন্ত্রীর কর্মসূচি স্থগিত

ঢাকা: ইজতেমায় আগত মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে গাজীপুরে স্কাউটদের অনুষ্ঠানে পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার (২১ জানুয়ারি) গাজীপুরে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৩২তম এশিয়া-প্যাসিফিক ও ১১তম জাতীয় স্কাউট জাম্বুরিতে যোগ দেওয়ার কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। এদিকে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার ভোর থেকে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। ফজরের নামাজের পর ‘আম বয়ান’ দিয়ে ইজতেমার ৫৬তম আসরের দ্বিতীয় পর্ব শুরু হয়।

তাই ইজতেমায় আগতদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর গাজীপুরে স্কাউটদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

এর আগে গত ১৩-১৫ জানুয়ারি একই স্থানে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এমইউএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।