ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাবিতে ২০২১-২২ সেশনের ভর্তি শুরু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
শাবিতে ২০২১-২২ সেশনের ভর্তি শুরু

শাবিপ্রবি, (সিলেট): গুচ্ছের অধীনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’র গ্যালারি কক্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়।

এ সময় শিক্ষার্থীদের ডোপ টেস্ট করানো হচ্ছে।

এদিকে প্রথম দিন বিজ্ঞান অনুষদে মেধা তালিকার ১ থেকে ১ হাজার ৬৫০ পর্যন্ত ডাকা হয়েছে। পরের দিন মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে ১ হাজার ৬৫১ থেকে ৮ হাজার পর্যন্ত এবং বিকেলে স্থাপত্য বিভাগে ১ থেকে ৩৪ পর্যন্ত, সর্বশেষ বুধবার (২৫ জানুয়ারি) সকালে মানবিক অনুষদে ১ থেকে ১ হাজার ৩১৯ পর্যন্ত এবং বিকেলে বাণিজ্য অনুষদে ১ থেকে ৫৫৯ পর্যন্ত ডাকা হয়েছে।

প্রসঙ্গত, ভর্তির সময় ফি বাবদ সর্বমোট ১৫ হাজার টাকা করে দিতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে গুচ্ছের মাধ্যমে ৫ হাজার টাকা, সরাসরি ভর্তির সময় ১০ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। অন্যদিকে এবার ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিন ইউনিট মিলিয়ে আসন রয়েছে ১ হাজার ৬৬৬টি। তবে প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষে ১০৮টি আসন খালি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।