ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

একাধিক হত্যা মামলা: শিবচর উপজেলা আ.লীগ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
একাধিক হত্যা মামলা: শিবচর উপজেলা আ.লীগ নেতা কারাগারে আতিকুর রহমান মাদবর

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান মাদবরকে (৫০) কারাগারে পাঠিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় দায়ের করা তিনটি হত্যা মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার আতিকুরকে কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল হান্নান এ আদেশ দেন।  

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার বাড্ডা, গুলশান ও বগুড়ায় সংগঠিত তিনটি হত্যা মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি আতিকুরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে শিবচরের কুতুবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তোলা হয় আদালতে।  

গ্রেপ্তার আতিকুর শিবচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান।

শিবচর থানা ও গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার গুলশান, বাড্ডা ও বগুড়ার শিবগঞ্জ থানায় সংগঠিত তিনটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আতিকুর রহমানকে এজাহারভুক্ত আসামি করা হয়। এছাড়া শিবচর থানায় গত ১৭ অক্টোবর দায়ের করা একটি মারামারির মামলায় আতিকুরকে প্রধান আসামি করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে কুতুবপুর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা আতিকুরের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।
জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শওকত জাহান বলেন, এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান আতিকুরের বিরুদ্ধে তিনটি হত্যা, মারামারিসহ কয়েকটি মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে থানা পুলিশ তাকে আদালতে হাজির করে।

মাদারীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আতিকুর রহমান মাদবরকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল হান্নান এ নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।