ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নানিয়ারচরে নিখরচে সেনাবাহিনীর চিকিৎসাসেবা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
নানিয়ারচরে নিখরচে সেনাবাহিনীর চিকিৎসাসেবা 

রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় স্কুল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সেনাবাহিনী। এছাড়া এ উপজেলার দুস্থদের নিখরচে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

 

সোমবার (২৩ জানুয়ারি) সকালে সেনাবাহিনীর নানিয়ারচর জোনের আয়োজনে উপজেলার আলোকিত তৈন্যা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সহায়তা দেওয়া হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই। শিক্ষাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উপজেলার দরিদ্র ৬০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেওয়া হয়। পাশাপাশি উপজেলার দরিদ্রদের নিখরচে চিকিৎসাসেবা দেন সেনাবাহিনীর চিকিৎসকরা।

এসময় নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম রুবাইয়াত হুসাইনসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুযারি ২৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।