ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে বাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
রাজবাড়ীতে বাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলায় বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় আতর আলী মণ্ডল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতর আলী সদর উপজেলা বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে রোকন উদ্দিন মণ্ডল বলেন, তার বাবা চোখে ঠিক মতো দেখতে পেতেন না এবং কানেও কম শুনতেন। সোমবার বিকেলে তিনি বাড়ির পাশে দোকানে যাচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে চিকিৎসক আতর আলীকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত হওয়ার বিষয়টি জানতে পেরেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।