ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাজিরপুর উপজেলা উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
নাজিরপুর উপজেলা উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান এই তফসিল ঘোষণার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টায় নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার একটি আদেশ উপজেলা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে। এতে আগামী ১৬ মার্চ উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ২০ ফেব্রুয়ারি বাছাই এবং ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।

গত ১ নভেম্বর নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অম্যুল রঞ্জন হালদার মৃত্যুবরণ করেন। তিনি উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুর পর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তফিজুর রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এসআরএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।