ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নদীতীরের মাটি কাটায় ট্রলারসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
নদীতীরের মাটি কাটায় ট্রলারসহ আটক ১

বরিশাল: অবৈধভাবে নদীর তীর থেকে মাটি কাটার সময় অভিযান চালিয়ে মাটিবোঝাই ট্রলারসহ একজনকে আটক করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোরে বরিশালের হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে বিশেষ এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দে জানান, হিজলার বড়জালিয়া ইউনিয়নের কাইসমারচরে নদীতীর থেকে অবৈধভাবে ৯/১০ জন লোক মাটি কেটে ট্রলারে ওঠাচ্ছিলেন। এ সময় স্পিডবোট যোগে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে মোটামুটি সবাই দৌড়ে পালিয়ে যান।

এ সময় শিপন বেপারী (২৫) নামে একজনকে আটক করা হয়। তিনি হিজলা থানাধীন বড়জালিয়ার মেঘনা বাজার সংলগ্ন এলাকার নওয়াব আলীর ছেলে। পরে তাকে জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। সেই সাথে মাটিভর্তি ট্রলার ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।