বরগুনা: বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৫১২ অসহায় পরিবারকে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার জরুরি সাড়াদান ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের আওতায় গৃহ-পুননির্মাণ, পানির ট্যাংক, স্বাস্থ্যসম্মত শৌচাগার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তালতলী কারিতাস কার্যালয়ে এ সহায়তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিয়া মুন্সী, নিশাবাড়িয়া ইউপি চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু, ইউপি সদস্য নজরুল ইসলাম খান লিটু, মাঠ কর্মকর্তা আছিয়া খাতুন প্রমুখ।
উপজেলার বড়বগী ও নিশানবাড়িয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৫১২ অসহায় পরিবারকে এ সহায়তা দেওয়া হয়। এর মধ্যে ২০০টি পরিবারকে পানির ট্যাংক, ১২৫টি পরিবারকে স্বাস্থ্যসম্মত শৌচাগার, ৮৭টি পরিবারকে গৃহ-পুননির্মাণ ও ১০০টি পরিবারকে নগদ আর্থিক সহায়তা দেন।
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত উপকারভোগী রাহিমা বেগম বলেন, আমাদের সহায়তা করার ফলে আমার ভীষণভাবে উপকৃত হয়েছি। এতে আমাদের জীবন-মানের উন্নয়ন হবে।
উপকারভোগী রঞ্জনা শীল বলেন, আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়ার ফলে আমাদের পরিবারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট দূর হবে এবং উক্ত সামগ্রী ব্যবহারের ফলে আমাদের পরিবারের শিশুসহ অন্য সবার স্বাস্থ্য সচেতনতা বাড়বে।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এসআরএস